
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।
বুধবার ২০২৩ – ২০২৪ অর্থ বর্ষের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশা রয়েছে অসীম। সাধারণ মধ্যবিত্ত মানুষ চাইছেন এই বাজেট হোক তাদের কথা মাথায় রেখে । নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেন সাধ্যের মধ্যেই থাকে সকলের । একইসঙ্গে এই বাজেটে তাদের বার্ষিক আয়করের যে সীমা রয়েছে বিগত দু’বছর ধরে তা এ বছরে বাড়ার আশা প্রকাশ করেছেন অনেকেই । রান্নার গ্যাস থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমার আশায় রয়েছেন মানুষ। পাশাপাশি কর্মসস্থান নিয়ে কি ভাবনা সরকারের সেই দিকে তাকিয়ে রয়েছেন মানুষ। অন্যদিকে ভারতীয় রেলে পরিষেবা নিয়ে সেই ভাবে কোন অভিযোগ না থাকলেও পরিকাঠামো ও পরিষেবা আরও উন্নত হওয়ার আশা রয়েছে রেল যাত্রীদের ।সে ক্ষেত্রে সামান্য ভাড়া বৃদ্ধি হলেও তা মেনে নিতে রাজি অনেকেই। অন্যদিকে বাংলা প্রথম বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই চলছে সাফল্যের সঙ্গে, আরেকটি বন্দে ভারত ট্রেন খুব শীঘ্রই পেতে চলেছে বাংলা তাই নিয়ে যথেষ্টই উৎসাহ দেখা গেল যাত্রীদের মধ্যে । সব মিলিয়ে বাজেট নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গেল এ দিন হাওড়া স্টেশন চত্বরে যাত্রীদের মধ্যেLatest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023