
নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্য বিধানসভার বাজেট বক্তৃতায় হতে চলেছে পরিবর্তন, এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমনটাই জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
বৃহস্পতিবার বিশ্বভারতীতে মাঘমেলার সূচনা করতে যান রাজ্যপাল। সেখানে গিয়েই তিনি স্পষ্ট করেন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি বাজেটে নিজের মতামত পেশ করতে পারেন, এবং সেই ক্ষমতা তাঁর রয়েছে। আর সেই ক্ষমতাই এবার তিনি প্রয়োগ করবেন। তবে কি তিনি রাজ্যের তৈরি করা বাজেটই এদিন পড়বেন, নাকি তা একেবোরেই খারিজ করে দেবেন? তাঁর বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে এমন হাজারো প্রশ্ন। তা জানতেই এখন ৭ তারিখের বাজেট বক্তৃতার দিকেই পাখির চোখ সকলের। এর আগেও বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল। তখনও তিনি জানন সংবিধান মেনে বাজেট বক্তৃতায় নিজস্ব মতামত তিনি রাখতে পারেন। তখন থেকেই রাজ্যপালের বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় দ্বন্দ্ব। এবার বিশ্বভারতীতে বিধানসভা বাজেট নিয়ে তাঁর করা মন্তব্যে সেই দ্বন্দ্ব আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023