
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ বৃহস্পতিবার আর্থিক সমীক্ষা পেশ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফে।এদিন অধিবেশনের শুরুর দিকে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে মুখ খুললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএএ নিয়ে ইতিবাচক মন্তব্য করায় কেন্দ্র সরকারের করতালিতে মুখর হয় সংসদ।অন্যদিকে বিরোধী আসল থেকে ওঠে ‘শেম‘শেম’ শ্লোগেন।
এদিন সিএএ নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, “দেশভাগের পর জাতির জনক মহাত্মা গান্ধী বলেছিলেন বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যেসমস্ত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও অন্যান্য সংখ্যালঘু ধর্মীয় মানুষেরা আসবেন তাদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত। তাই ওনার ইচ্ছাকে সম্মান জানানো উচিত।সংসদের দুই কক্ষেই এই আইন পাশ হয়ে যাওয়ায় আমি অত্যন্ত খুশি।” রাষ্ট্রপতির এই বক্তব্যকে সরকারপক্ষ অভিবাদন জানালেও বিপরীত প্রতিক্রিয়া শোনা যায় বিরোধীদের তরফে। এদিন রাষ্ট্রপতি ভাষণের প্রতিবাদ জানাতে সংসদে পেছনের সারিতে চলে যান কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। তবে শুধুমাত্র নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গেই নয় এদিন জম্মু-কাশ্মীরী ৩৭০ ধারা প্রত্যাহার করা নিয়েও রাজ্য সরকারকে বাহবা দিয়েছেন রাষ্ট্রপতি।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023