
নিউজটাইম ওয়েবডেস্ক : শনিবারের বাজেটে সরকারের বড়সড় ঘোষনা। এবার থেকে ব্যাঙ্ক ডিপোজিট বিমার পরিমান ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে করা হল ৫ লক্ষ টাকা। অর্থাৎ ব্যাঙ্ক যদি হঠাৎ বন্ধ হয়ে যায় বা অন্য কোন জটিলতার সৃষ্টি হয় তাহলে আমানতকারীর পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন।
পঞ্জাব অ্যান্ড মহারাষ্ট্র কো-অপারেটিভ ব্যাঙ্ক যখন গত বছর ফেল করা তখন ওই সমস্ত ব্যাঙ্কে আমানতকারীদের জমা রাখা অর্থের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে বহু প্রশ্ন। তখনই খানিকটা আঁচ করা গিয়েছিল যে কেন্দ্রীয় সরকার এবিষয়ে বড়সড় পদক্ষেপ নেবে। এবার সেই ভাবনাকেই সত্যি প্রমান করে তাতে সিলমোহর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী কোন গ্রাহকের জমা রাখা অর্থের বিমা হিসাবে এবার থেকে ১ লক্ষ টাকার পরিবর্তে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন । যা পূর্বের তুলনায় প্রায় পাঁচ গুণ।১৯৯৩ সালে ব্যাঙ্কে জমা রাখা অর্থের উপর বিমার পরিমান ৩০ হাজার থেকে বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছিল। এ বার তা আরও বেড়ে হল ৫ লক্ষ টাকা।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023