
নিউজটাইম ওয়েবডেস্ক : ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা ঘিরে ক্রমশই উন্মাদনা বাড়ছে ফুটবলপ্রেমীদের মধ্যে। তবে এবার সেই উন্মাদনা দেখা গেল মিষ্টি বিক্রেতার মধ্যেও। শিলিগুড়ির নিউ জলপাইগুড়ির নেতাজি মোড় সংলগ্ন বাজার এলাকায় দেখা গেল আর্জেন্টিনার জার্সির রংয়ের মিষ্টি তৈরি করে ফেললেন ব্যবসায়ীরা। শুধু রসগোল্লাই নয়, ওই ব্যবসায়ী ল্যাংচা তৈরি করেছেন আর্জেন্টিনার জার্সির রংয়ে।
এখানেই শেষ নয় নিজে একজন আর্জেন্টিনার সমর্থক হওয়ায় ওই মিষ্টি ব্যবসায়ী গোটা দোকানেই আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়েছেন দোকান।পাশাপাশি আর্জেন্টিনা দলের ফুটবলার মেসির ছবি লাগানো হয়েছে চারপাশে। মিষ্টি ব্যবসায়ী রাজীব ঘোষ বলেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজ চূড়ান্ত পর্বের খেলায় মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স, তাই আর্জেন্টিনার সমর্থক হয়ে গোটা দোকানকে সাজিয়েছি। সকাল থেকে প্রচুর আর্জেন্টিনার সমর্থক এসে এই মিষ্টি কিনেছে’।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023