
নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেত্রী ও ইউটিউবার রিয়া কুমারী হত্যাকাণ্ডে এবার গ্রেফতার হল তাঁর স্বামী। গতকালই হাওড়ার বাগনানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলিতে খুন হন রিয়া। তাঁর স্বামী প্রাথমিকভাবে পুলিশকে জানান গয়না ছিনতাই করতে এসে দুষ্কৃতিদের গুলিতেই খুন হন রিয়া। কিন্তু গোড়া থেকেই রিয়ার স্বামীর বয়ানে অজস্র অসঙ্গতি লক্ষ্য করেন পুলিশ। শেষ পর্যন্ত গ্রেফতার করা হল রিয়া কুমারীর স্বামী প্রকাশ কুমারকে।
রিয়ার হত্যা কী সত্যিই দুষ্কৃতির গুলিতে হয়েছে? নাকি তাঁর মৃত্যু আসলে পরিকল্পিত? এই জটগুলি খুলতেই তদন্তে নেমেছিলেন পুলিশ। জানতে পেরেছেন, প্রকাশের দ্বিতীয় পক্ষের স্ত্রী রিয়া। প্রথম পক্ষের স্ত্রী এবং আরও কয়েকজন আত্মীয় রিয়ার উপর অত্যাচার করত, এমন অভিযোগ তুলেছেন রিয়ার পরিবার। এর আগেও রিয়াকে খুনের হুমকি দেওয়া হয়েছে, এমন কথাও উঠে এসেছে। রিয়ার পরিবারের অভিযোগের ভিত্তিতে এবং পারিপার্শ্বিক তথ্যপ্রমাণের ভিত্তিতে প্রকাশকে গ্রেফতার করল পুলিশ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023