বাগদান হতেই কটাক্ষের মুখে অনন্ত অম্বানী

দেশের অন্যতম ধনী ব্যক্তি তথা ধনী পরিবার অম্বানী পরিবারে মুকেশ অম্বানীর বাড়িতে বইছে খুশির হাওয়া । সম্প্রতি মুকেশ অম্বানী ও নীতা অম্বানীর ছোট ছেলে অনন্ত অম্বানীর সঙ্গে রাধিকা মার্চেন্ট আংটি বদল করে সারলেন বাগদান পর্ব । পরিবারের সমস্ত রীতি মেনে, পরিবারের সবার উপস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’জনের আংটি বদল হয় ।

আর সেই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন বলিউডের ছোট পর্দা থেকে বিগ স্ক্রিনের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রীরা । এসেওছিলেন প্রায় সব্বাই ।

এতদূর সব ঠিকই ছিল । এরপরেই বাগদানের দিনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ‘চেহারা’ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় এই হবু দম্পতিকে । অনন্ত অম্বানীর ছবি ও রাধিকা মার্চেন্টের ছবি শেয়ার করে নেটিজেনদের অধিকাংশই বাঁকা হাসি হাসছেন । অনন্তের চেহারা নিয়ে একাধিক খারাপ মন্তব্য নিয়ে ভরে যাচ্ছে সামাজিক মাধ্যম ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube