
নিউজটাইম ওয়েবডেস্ক : দক্ষিণী অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন প্রেম করছেন, কান পাতলেই এই গুজব শোনা যায় বলি পাড়ায়। যদিও অভিনেতা ও অভিনেত্রী কেউই এই খবর স্বীকার করেননি। তবে প্রযোজক করণ জোহারের শো ‘কফি উইথ করণ’ এ গিয়েছিলেন কৃতি। সেখানে প্রথম রাউন্ডে প্রভাসকে ফোন করেছিলেন তিনি। ব্যাস, এই থেকেই দুইয়ে দুইয়ে চার করেছে নেটিজেনরা। বলি পাড়ায় গুঞ্জন, ‘আদিপুরুষ’ সিনেমার শ্যুটিং এর সেট থেকেই নাকি কৃতি-প্রভাসের প্রণয় শুরু হয়েছে। এবার বাগদানের মাধ্যমে প্রেমে সিলমোহর পড়বে, এমনই খবর রটছে।
চিত্রসমালোচক উমেইর সান্ধু সামাজিক মাধ্যমে লেখেন, কৃতি ও প্রভাস শীঘ্রই বাগদান সারতে চলেছেন। যদিও এই নিয়ে মুখ খোলেননি প্রভাস ও কৃতি। বলি পাড়ায় বিয়ের সানাই বাজছে। আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানি। তাহলে কী সেই পথেই হাঁটবেন কৃতি-প্রভাস। যা রটছে, তার কতকটা কী ঘটবে?Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023