
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারও বিয়ের সানাই বাজতে চলেছে অম্বানি পরিবারে। এইবারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত অম্বানি। পাত্রী রাধিকা মার্চেন্ট’এর সঙ্গে আজ সকালেই সম্পন্ন হল বাগদান পর্ব। রাজস্থানের নাথদুয়ারার শ্রীনাথজি মন্দিরে পরিবারের উপস্থিতিতে এই শুভ কাজ সম্পন্ন হয়।
অনন্ত অম্বানিকে তো সকলেই চেনেন, পাত্রীর পরিচয় জানেন কী? পাত্রী রাধিকা মার্চেন্ট শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা। আম্বানি পরিবারের যেকোনও অনুষ্ঠানে অনন্তর পাশে রাধিকার উপস্থিতি দেখা গিয়েছে। আম্বানি পরিবার হবু পুত্রবধূকে কতটা ভালোবাসেন সেই চিত্রও ধরা পড়েছে বহুবার। রিলায়েন্স জিও’র ‘অরঙ্গত্রম’ অনুষ্ঠানেও নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল। অনন্ত এবং রাধিকা বহু বছর ধরে একে অপরকে চেনেন। নতুন বছরের দুজন যৌথযাপনে আবদ্ধ হতে পারেন, এমনই ধারণা করা হচ্ছে। আজ দুজনের বাগদানের ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। হবু দম্পতিকে আশীর্বাদ ভালোবাসা উজাড় করে দিয়েছেন নেটিজেনরা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023