
মঙ্গলবার ত্রিপুরায় বিধানসভা ভোটের প্রচার অংশ নেওয়ার জন্য আগরতলা যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ত্রিপুরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ প্রসঙ্গে বলেন, ‘ও পিকচারে নেই। আমরা কাউন্ট করছি না। নোটার থেকেও কম ভোট পাবে। আমাদের দলের সিদ্ধান্ত, আমাদের কোনো নেতা, ত্রিপুরায় কোনো প্রচার বা সভায় ওই পার্টির নামই বলবে না। ওই কোম্পানির নাম। ওরা কাউন্টের মধ্যেই নেই। নোটার থেকেও কম ভোট পাবে।’
১৩জন বিধায়ক ৬জন সাংসদ লাইন দিয়ে আছে? এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আরও বলেন, ‘বাইরে বলবে সরকারের সঙ্গে আছি। ভিতরে বলবে বিজেপির সঙ্গে আছি। বিধানসভায় দেখলেন না, আলিপুরদুযারের প্রাক্তন রিপোর্টার বলল, আমি সৌজন্য দেখাতে গেছিলাম। তৃণমূলে যোগ দিইনি। আমার কোনো প্রবলেম নেই। ৭৫ জনই বিজেপি। বিধানসভার ভিতরে, কাল দেখে নেবেন।’
তবে সত্যিই তৃণমূল ভাঙনের মুখে? উত্তরের অপেক্ষায় গোটা বাংলা ।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023