
নিউজটাইম ওয়েবডেস্ক : ৩ জানুয়ারি পাথর ছোঁড়া হয় বন্দে ভারতে। এরপর থেকেই রাজ্য রাজনীতিতে এই নিয়ে শুরু হয় চর্চা। বিজেপি নেতারা দাবি করেন, বন্দে ভারতে উদ্বোধনের দিন মমতা ব্যানার্জীর উপস্থিতিতে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়া হয়, বন্দের ভারতে হামলা সেই ঘটনা পরবর্তী ক্ষোভের বহিঃপ্রকাশ। তবে প্রকাশ্যে এলো আসল তথ্য।
গতকালই বন্দে ভারতে হামলার ঘটনা তদন্ত শুরু করেন রেল কর্তৃপক্ষ। আজ সকালেই আসল তথ্য সামনে আনলেন তারা। একটি সিসিটিভি ফুটেজ সামনে এনেছেন তারা।সেই ফুটেজ থেকে ৪ জনকে বন্দে ভারতে হামলা করতে দেখা গিয়েছে। তবে রেলের দাবি পশ্চিমবঙ্গ নয়, বন্দে ভারতে ঢিল ছোঁড়া হয় বিহারের ধুলাবাড়ি স্টেশনের কাছে। ফুটেজ দেখে ওই ৪ জনকে সনাক্ত করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- ইংল্যান্ড শিবিরে চোটের ধাক্কা - March 21, 2023
- এমবাপেই অধিনায়ক ফ্রান্সের - March 21, 2023
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023