‘বাংলা দ্বিতীয় ঘর’ বললেন রাজ্যপাল

নিউজটাইম ওয়েবডেস্ক : দিন কয়েক আগে সরকারিভাবে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব নিয়েছেন ডক্টর সি ভি আনন্দ বোস। কিন্তু ইতিমধ্যেই বাংলাকে আপন করে নিয়েছেন তিনি ।  ধীরে ধীরে রপ্ত করছেন বাংলা ভাষাও। স্বীকার করলেন বাংলা তার দ্বিতীয় ঘর। রবিবার সাত সকালে দক্ষিণেশ্বর মন্দিরে এসে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিয়ে এই মন্তব্য করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল  থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। এরপর ধীরে ধীরে বাংলাকে আপন করে নেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে সম্পর্ক গড়ে তোলেন তিনি। দুই দিন আগেই রাজভবনে হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপালের বিতর্ক কম হয়নি কিন্তু তাতে কিছু যায় আসে না রাজ্যপালের।

সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বৈঠক করতে। সেখান থেকে ফিরে রবিবার সকালে তিনি সস্ত্রীক আসেন দক্ষিণেশ্বর মন্দিরে।রাজ্যপালের আগমন ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে চত্বর।পুজো দিয়ে বেড়িয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে তিনি জানান ‘বাংলার অন্যতম তীর্থক্ষেত্র এই দক্ষিণেশ্বর এবং ঠাকুর রামকৃষ্ণ এর স্মৃতিবিজড়িত এই মন্দির তাই এই মন্দিরে মায়ের কাছে পুজো দিতে এসেছি।

বাংলা ভাষার বাংলা ভাষার প্রশংসা করে তিনি বলেন “এই ভাষাটা শেখার ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে। বাংলা আমার দ্বিতীয় ঘর। স্বাভাবিকভাবেই আমাকে এখানকার সংস্কৃতি ও ভাষা আত্মস্থ করতে হবে। আমিও এখানকার মানুষকে ভালোবাসি। এটি একটি মহান দেশ এবং মহান মানুষ আমার জন্য আশীর্বাদ স্বরূপ তাই আমি এখানে আসতে পেরেছি। তবে বাংলার সংস্কৃতির প্রশংসা করলেও অমিত শাহের সাথে বৈঠক এবং বাংলার রাজনৈতিক বিষয় এড়িয়ে যান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube