বাংলায় বেকারত্ব আরো কমাতে নতুন প্রকল্প

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে বেকারত্ব দূর করতে নয়া পথ দেখালেন অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজ্য বাজেট পেশের সময় তিনি প্রস্তাব করলেন ‘কর্মসাথী’ ও ‘বাংলাশ্রী’ প্রকল্পের। এই দুই প্রকল্পের মাধ্যমে সহজ কিস্তিতে ঋণ দিয়ে বেকার যুবক-যুবতীদের উপার্জনের পথ দিয়েছেন অমিত।

২০২১ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই উন্নয়নের লক্ষ্যে দরাজ ঘোষণা করতে দেখা গিয়েছে অর্থমন্ত্রীকে। বাজেট বক্তৃতায় বেকার সমস্যার কথা তুলে ধরে তাঁর দাবি, ‘বাংলায় বেকারত্বের হার ৪০% কমেছে। অথচ গোটা দেশে বেকারত্বের হার গত ৪৫ বছরে সবচেয়ে খারাপ।’ এই অবস্থায় দাঁড়িয়ে দুটি প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী।

তিনি বেকার যুবক-যুবতীদের জন্য ‘কর্মসাথী’ প্রকল্পের প্রস্তাব করেছেন। এই প্রকল্পের মাধ্যমে আগামী ৩ বছরে ফি বছর এক লাখ করে যুবক-যুবতীর কর্মসংস্থান করা হবে বলে জানান তিনি। অমিত জানান, এই প্রকল্পের সহজ শর্তে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। যে টাকা দিয়ে ছোট শিল্প বা ব্যবসা শুরু করা যাবে। এই প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অমিত।

‘কর্মসাথী’ প্রকল্পের পাশাপাশি ‘বাংলাশ্রী’ প্রকল্পেরও ঘোষণা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে জোর দেওয়ার জন্য এক এপ্রিল থেকে বাংলাশ্রী নামে নতুন উৎসাহ প্রকল্প চালু করার ঘোষণা করছি। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য নতুন ক্ষুদ্র শিল্প ও কর্মসংস্থানের প্রচুর সুযোগ সৃষ্টি হবে।’ এই প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান অমিত।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube