বাংলায় করোনায় একদিনে আক্রান্ত ৬১১, মৃত ১৫

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় করোনার প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে নতুন করে ৬১১ জনের শরীরে মিলল কোভিড ১৯। এ নিয়ে বুধবার পর্যন্ত রাজ্য়ে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৭০। বাংলায় করোনায় অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ৫ হাজার ৯৫৯। গত ২৪ ঘণ্টায় বাংলায় আরও ১৫ জনের মৃত্য়ু হয়েছে। এ নিয়ে রাজ্য়ে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬৮৩। রাজ্য় স্বাস্থ্য় দফতরের বুলেটিন সূত্রে এ তথ্য় জানা গিয়েছে।

অন্য়দিকে, করোনাকে হারিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়েছেন ৩৯৮ জন। সবমিলিয়ে বাংলায় এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ১২ হাজার ৫২৮ জন। রাজ্য়ে সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় মোট কোভিড ১৯ অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ১ হাজার ৯৫৮। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (১২৩২),হাওড়া (৭৯৬), দক্ষিণ ২৪ পরগনা (৫৭০), হুগলি (২৮৯)।

স্বাস্থ্য় দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার ৯ হাজার ৫৫৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় মোট ৪ লক্ষ ৯৭ হাজার ৫৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। রাজ্য়ে মোট ৭৮টি করোনা হাসপাতাল রয়েছে। এর মধ্য়ে সরকারি কোভিড হাসপাতালের সংখ্য়া ২৫, বেসরকারি হাসপাতালের সংখ্য়া ৫৩। মোট কোভিড বেডের সংখ্য়া ১০ হাজার ৪৭৯, মোট আইসিউ বেডের সংখ্য়া ৯৪৮। কোভিড হাসপাতালে মোট ভেন্টিলেটর রয়েছে ৩৯৫টি। রাজ্য়ে মোট ৫৮২টি সরকারি কোয়ারেন্টিন সেন্টার রয়েছে।

এদিকে, দেশেও করোনার বাড়বাড়ন্ত অব্য়াহত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৬৫৩ জন। ভারতে মোট কোভিড-১৯ পজিটিভ ৫ লাখ ৮৫ হাজার ৪৯৩ জন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫০৭ জনের। দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭, ৪০০ জন। দেশে অ্য়াক্টিভ কেসের সংখ্য়া ২,২০,১১৪, সুস্থ হয়েছেন ৩,৪৭,৯৭৮।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube