বাংলায় এখনও পর্যন্ত ১২ জন প্রথম সারির করোনাযোদ্ধার মৃত্যু হয়েছে, কবুল মুখ্যমন্ত্রীর

নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড-১৯  অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে পুলিশকর্মী-সহ এ পর্যন্ত বাংলার ৪১৫ জন প্রথম সারির করোনাযোদ্ধা পজিটিভ ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে মৃত্যু হয়েছে চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের। 

আক্রান্ত প্রথম সারির করোনাযোদ্ধাদের মধ্যে রয়েছেন ২৬৮ জন পুলিশকর্মী, ৩০ জন স্বাস্থ্যকর্মী, ৪৩ জন নার্স এবং ৬২ জন অন্যান্য বিভাগে কর্মরত সরকারি কর্মী।

বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নিহত করোনাযোদ্ধাদের প্রত্যেক পরিবারের একজন সদস্যকে চাকরি দেবে রাজ্য সরকার। এর আগেই রাজ্য সরকারের তরফে কোভিড পজিটিভ করোনাযোদ্ধাকে এক লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। নিহত প্রত্যেক করোনাযোদ্ধার পরিবার পাবেন বিমা নীতি অনুযায়ী ১০ লাখ টাকা। 

মমতা জানিয়েছেন, ‘৪০৩ জন জীবিত করোনাযোদ্ধার মধ্যে ২৮৪ জনের প্রত্যেকে ইতিমধ্যে একলাখ টাকা পেয়েছেন। নিহত প্রত্যেক করোনাযোদ্ধার পরিবারপিছু ১০ লাখ টাকা পেয়েছেন। সরকার এই খাতে মোট ৫.২৩ কোটি টাকা ব্যয় করেছে।’

এ ছাড়া, প্রত্যেক কোভিড পজিটিভ প্রথম সারির করোনাযোদ্ধাকে রাজ্যের তরফে দেওয়া হচ্ছে একটি ব্যাজ এবং শংসাপত্র। বেসরকারি করোনাযোদ্ধারাও এই সম্মান পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৪ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে ৩২,৮৩৮ জন করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে, যাঁদের মধ্যে ৯৮০ জনের মৃত্যু হয়েছে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube