বাংলায় একদিনে আক্রান্ত ১৫৮৯, করোনায় মোট মৃত ১ হাজার, সুস্থ ২০ হাজারেরও বেশি

নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঘটনা লাগাতার বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ওই ভাইরাস বাসা বাঁধলো ১,৫৮৯ জনের শরীরে। পাশাপাশি বুধবার মারা গেলেন ২০ জন করোনা রোগী। ফলে সব মিলিয়ে এরাজ্যে কোভিড হামলায় মোট ১,০০০ জনের মৃত্যু হল। রাজ্য স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুসারে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪,৪২৭ জন হয়েছে, যার মধ্যে কিছু মানুষ সুস্থ হয়ে উঠলেও বর্তমানে ওই রোগে ভুগছেন ১২,৭৪৭ জন। তবে চিকিৎসা সহায়তায় সেরে উঠে বুধবার রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ৭৪৯ জনকে করোনা মুক্ত ঘোষণা করে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২০,৬৮০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন, পুনরুদ্ধারের হার ৬০.০৬%।

বুধবার এরাজ্যে মোট ১১,৩৮৮ টি করোনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৫.৩০ শতাংশ রোগী করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোট ৬,৪৯,৯২৮ জনের করোনা টেস্ট হয়েছে।

শহর কলকাতায় করোনার বাড়বাড়ন্ত চোখে পড়ছে। সেখানে একদিনের মধ্যে নতুন করে আরও ৪২৫ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং গত একদিনে সেখানে ৯ জনের প্রাণ কেড়েছে কোভিড- ১৯। সব মিলিয়ে কলকাতা শহরে মোট ৫২৫ জনের করোনার কারণে মৃত্যু হয়েছে। খুব একটা পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। সেখানে ৩৪৭ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে, ২৪ ঘণ্টায় মারা গেছে ৬ জন এবং মোট মৃতের সংখ্যা ১৮৬।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube