
নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূলের উদ্যোগে এবার বাঁকুড়ার ১২ টি বিধানসভা কেন্দ্রে শুরু হল ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি। এর সাথে সাথে সারা রাজ্যের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রেও এই কর্মসূচীর সূচনা করেছে বাংলার শাসকদল। শনিবার জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরা ও কোতুলপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সহ কোতুলপুর ব্লক তৃণমূল সভাপতি প্রবীর গরাই।
শ্যামল সাঁতরার কথায়, ”ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ববোধের অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তাঁর কাজ করে চলেছেন।” এখানেই শেষ না করে তিনি আরও বলেন, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর অবদান বলার মতো নয়। দিন রাত এক করে তিনি বাংলার মানুষের জন্য কাজ করে চলেছেন। মুখ্যমন্ত্রী বাংলার ‘নবরুপকার’। রাজ্যের মানুষ তাঁকে যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা করেন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী রাজ্যে মোট ২১৭ টি প্রকল্প রূপায়ন করেছ্ন। যার ফলে প্রতিটি মানুষ কোনও না কোনও ভাবে উপকৃত হয়েছেন ও হচ্ছেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের অন্দরে নানান সমস্যা নিয়ে মুখ খোলেন কোনও না কোনও ভাবে উপকৃত হয়েছেন ও হচ্ছেন। তাঁর কথায়, বড় পরিবার হলে ‘মনোমানিল্য’ হতেই পারে। তবে খুব শীঘ্রই এই সমস্যা মিটিয়ে নেওয়া হবে। এই ধর্নের কর্মসূচির ফলে দলের মধ্যে একে অপরের সাথে সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন শ্যামলবাবু।Latest posts by news_time (see all)
- কথা রাখছেন সলমন খান - March 24, 2023
- “সব চোরেদের পদবী মোদীই কেন হয়?” বিপাকে রাহুল গান্ধী - March 24, 2023
- চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন - March 24, 2023