
নিউজটাইম ওয়েবডেস্ক : পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মনরেগা প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা ও চাকরি দেওয়ার কথাও বলেন তিনি।
দিলীপ ঘোষ চিঠিতে বলেন, যেহেতু স্বাস্থ্যের পাশাপাশি মুখ্যমন্ত্রীকে আরও বেশ কয়েকটি বিভাগ পরিচালনা করতে হয় তাই কোভিড-১৯ এর বাড়বাড়ন্তের মোকাবিলায় তিনি ততটা সময় দিতে পারছেন না। বিজেপির পক্ষ থেকে দেওয়া ওই চিঠিতে লেখা হয়েছে, “আমরা প্রস্তাব করছি যে একজন পূর্ণসময়ের স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত করা হোক রাজ্যে যিনি করোনা পরিস্থিতির ফলে রাজ্যের মানুষের যে স্বাস্থ্য সঙ্কট তৈরি হয়েছে তার মোকাবিলা করবেন। যেহেতু মুখ্যমন্ত্রীর কাঁধে আরও নানা গুরুদায়িত্ব আছে তাই স্বাস্থ্য ক্ষেত্রে তিনি পর্যাপ্ত সময় ব্যয় করতে পারছেন না”। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে আমফান কবলিত অঞ্চলগুলিতে আকাশপথে সফর করে রাজ্যকে ১০০০ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন তার প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঘূর্ণিঝড়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে ২ লক্ষ টাকা করে দেওয়া উচিত এবং গুরুতর আহতদের জন্য ৫০,০০০ টাকা করে সাহায্য করা উচিত। বিজেপি সাংসদ এই পরামর্শও দেন যে, সমস্ত ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ জেলাগুলির মানুষজনেরা যাতে খাবার, পানীয় জল, নিরাপদ আশ্রয় এবং চিকিৎসা সহায়তা পান সেই জন্য যথাযথ ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের।পাশাপাশি তিনি এও দাবি করেন যে, বিভিন্ন জেলার আরও বেশি করে মানুষদের শরীর থেকে নমুনা নিয়ে করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কিনা তা জানার জন্যে পরীক্ষা করা উচিত এবং যেখানে যেখানে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য যথাযথ পরিকাঠামো নেই সেখানে তা গড়ে তোলা উচিত।রাজ্যের ঘূর্ণিঝড়প্রবণ অঞ্চলগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় পাকা বাড়ি তৈরি করা উচিত যাতে সেখানকার মানুষজনকে আর কাঁচাবাড়িতে বাস করতে না হয়, এই পরামর্শও দেন রাজ্য বিজেপি সভাপতি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022