
নিউজটাইম ওয়েবডেস্ক : আট দিন জীবন-মরণ লড়াই করে অবশেষে মৃত্যুর কোলো ঢলো পড়ল ঋষভ। পোলবা পুলকার দুর্ঘটনায় স্কুলপড়ুয়া ঋষভ সিং আহত হয়েছিল সে। শনিবার সকালে এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তার। মাল্টি অরগ্যান ফেলিওর হয়েই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার রাতেই আরও অবনতি হয় ঋষভের শারীরিক অবস্থার। প্রথমে ফুসফুস তারপর একের পর এক গুরুত্বপূর্ণ অঙ্গে মারাত্মক সংক্রমণ ছড়িয়ে পড়ায় ক্রমেই তার অবস্থার অবনতি হয় বলে জানান চিকিৎসকরা। শুক্রবার রাত ১১টা নাগাদ ঋষভের রক্তচাপ শূন্যে নেমে আসে। চিকিৎসকরা সবরকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও শেষরক্ষা হয়নি। অন্যদিকে ঋসভের সহপাঠী দিব্যাংশ শুক্রবার মায়ের ডাকে সাড়া দিয়েছে। চিকিৎসকরা তাকে ভেন্টিলেশন থেকে বের করে আনার কথা ভাবছেন। গত ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় স্কুলে যাওয়ার সময়ে নয়ানজুলিতে পড়ে যায় তাদের পুলকার। বেশ কিছুক্ষণ সংজ্ঞাহীন অবস্থায় নয়ানজুলিতে পড়ে থাকে ঋষভ ও দিব্যাংশু। তাতেই তাদের ফুসফুসের ভিতর নয়ানজুলির নোংরা কাদাজল ঢুকে যায়। ওই পুলকারের মালিক শেখ শামিম আখতারকে শুক্রবারই গ্রেফতার করেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023