উপাচার্য বিদ্যুৎ
চক্রবর্তী আবার বিস্ফোরক মন্তব্য বসন্ত উৎসবকে কেন্দ্র করে। প্রথা ভেঙ্গে বসন্ত উৎসব
করা হচ্ছে অন্য দিনে। বসন্ত উৎসবে বসন্ত তাণ্ডব হয় সে তাণ্ডব এবার হবে না এবার হবে
বসন্ত বন্দনা। আজ শান্তিনিকেতনের উপাসনা গৃহে একথা বলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
আগামী শুক্রবার
৩ মার্চ হচ্ছে বসন্ত বন্দনা শান্তিনিকেতনে। বসন্ত উৎসব বা দোল উৎসব হবে আগামী ৭ মার্চ,
সেই প্রথাকে এবার ভাঙলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।সঙ্গীতভবন প্রাঙ্গনে
বসন্ত বন্দনার প্রস্তুতি চলছে জোড়কদমে।শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্রছাত্রী, অভিভাবক,
শিক্ষক শিক্ষিকারাই অংশগ্রহন করবে এবারের বসন্ত বন্দনায়। বহিরাগত পর্যটকরা অংশগ্রহণ
করতে পারবেনা এবারে বসন্ত উৎসবে।