
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। ফাল্গুনের প্রথম দিকেই দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে শুরু হতে চলেছে বৃষ্টি। হাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের দু-একটি জেলায় রবিবার রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার পর্যন্ত এই বৃষ্টির জের থাকলেও সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পরিমাণ খানিকটা বাড়বে।
বিহার ও ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি বঙ্গোপসাগরের উপরেও আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই দুয়ের জেরে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে দাবি আলিপুর আবহাওয়া দপ্তরের। রবিবার রাত থেকেই বীরভূম, দুই বর্ধমান, পুরুলিয়ায় ও বাঁকুড়ায় শুরু হবে বৃষ্টি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দুই ২৪ পরগনায়। অন্যদিকে আজ থেকেই হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলা। তবে সোমবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন ঘটবে।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023