
নিউজটাইম ওয়েবডেস্ক : ।।বিধান চন্দ্র ।।
বসন্ত এসে গেছে। হ্যাঁ! বসন্তের ছোঁয়া বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে।সরস্বতী পুজোর পরের দিন তত্ত্বের ডালি আদান প্রদানের মাধ্যমে বন্ধুত্বের নিবিড় বন্ধন গড়ে ওঠে।বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রছাত্রীরা এই দিনটির জন্যই অপেক্ষা করে থাকে সারা বছর। অনেকে আবার নিজের মনের মানুষকে একটু কাছে পাওয়ার সুযোগ হাতছাড়া করে না। পুরনো ঐতিহ্য মেনে সরস্বতী পুজোর পরের দিন বিশ্ববিদ্যালয় আবাসিক ছাত্ররা উপহারের ডালি সাজিয়ে বাদ্যযন্ত্র সহকারে ছাত্রী আবাসনে হাজির হয়।আবার ছাত্রীরাও তত্ত্বের ডালি নিয়ে পৌঁছে যায় ছাত্রাবাসগুলিতে। বিয়ের তত্ত্ব প্রদানের অনুষ্ঠানের মতোই উপহার ডালিতে থাকে নানান স্বাদের মিষ্টি, সন্দেশ, কসমেটিক্স,চকলেট, সাজ পোশাক অনেক কিছু।এক আবাসন থেকে অন্য আবাসনে পৌঁছানোর পরই শুরু হয়ে যায় অথিতি আপ্যায়ন। এই প্রথা কবে, কেন চালু হয়েছিল তা স্পষ্ট করে কেউ বলতে পারেন না। অনেকেই মনে করেন, বছরের অন্য সময় ছাত্রী আবাসনে ছাত্রদের প্রবেশের খুব একটা সুযোগ থাকে না। সরস্বতী পুজোর সময় এক আবাসন থেকে অন্য আবসনে যাওয়ার সেই রুদ্ধদ্বার খোলা হয়।তবে ছাত্রছাত্রীদের মতে, এই অনুষ্ঠানের মাধ্যমে বন্ধুত্বের সুসম্পর্ক আরও নিবিড় হয়। তবে যে যাই বলুক,তাই বলা যেতেই পারে, ফুল ফুটুক আর না ফুটুক আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বসন্ত।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023