বসন্তেও রেহাই নেই বৃষ্টির,চলবে শুক্রবার পর্যন্ত

নিউজটাইম ওয়েবডেস্ক : বসন্তের সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি। মঙ্গলবার সন্ধেয় আচমকা প্রবল বৃষ্টি ভিজিয়েছে মহানগরীকে। জেলাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। নাকাল হয়েছেন অফিস ফেরত ‌যাত্রীরা । তবে এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহজুড়েই বৃষ্টি হতে পারে রাজ্যে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ ও কাল দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি।

কোথাও কোথাও শিলাবৃষ্টি। শিলাবৃষ্টির জেরে ধান, গম, আলু, সর্ষে, কলাই চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের।

মূলত: পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টি শুরু হয়েছে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরেই রাজ্যে ঢুকেছে প্রচুর জলীয় বাষ্প। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনা এড়ানো ‌যাচ্ছেনা জেলাতে ও.

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি । যা স্বাভাবিকের ১ ডিগ্রি নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৯৭ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬.২ মিলিমিটার।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube