বলিউডের প্রশংসায় মাতলেন ট্রাম্প, উঠে এল ডিডিএলজে-এর প্রসঙ্গ

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের মার্কিন প্রেসিডেন্টের মুখে বলিউডের প্রশংসা। এই আগেও আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলিউডের প্রশংসা করেন। সেই সঙ্গে বলিউড ছবি ‘দিলওয়ালে দুহনিয়া লে জায়েঙ্গে’র একটি বিখ্যাত সংলাপ বলেন তিনি, ‘বড়ে বড়ে দেশো মে, অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়’। এবার ফের সেই একই ছবির প্রসঙ্গ টানলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার বেলা ১২টা নাগাদ ভারতের মাটিতে পা রাখেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কাকা সহ ট্রাম্পকে এদিন সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমানবন্দর থেকে প্রথমে সবরমতী আশ্রম পরিদর্শন করেন সস্ত্রীক ট্রাম্প। তারপর সেখান থেকে মোতেরা স্টেডিয়ামের উদ্ধোধনে হাজির হন ।সেখান থেকে আমেরিকা ভারতকে ভালবাসে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এরপরেই নরেন্দ্র মোদীর প্রশংসা শোনা ‌যায় তাঁর কন্ঠে। ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন বলিউডেরও প্রশংসা করেন তিনি।

ট্রাম্প এদিন বলেন, বলিউড ছবি দেখতে গোটা বিশ্বের মানুষই ভালোবাসেন। এরপরেই তিনি ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ও ‘শোলে’ এই দুটি ছবির কথা বলোন। এমনকি এই ছবি দুটিকে ‘ক্লাসিক’ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, বলিউড প্রতি বছর প্রায় ২০০০ সিনেমা তৈরি করে। এটা অত্যন্ত গর্বের বিষয়। একইসাথে মার্কিন প্রেসিডেন্ট বলিউডকে সৃষ্টিশীল ও প্রতিভাবানদের খনি বলে উল্লেখ করেছেন। ট্রাম্পের এই মন্তব্য থেকে আরও একবার স্পষ্ট হয় ‌যে, শাহরুখের ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবি ভারতের সীমা ছাড়িয়ে বিদেশী দর্শকেরও মন জয় করে নিয়েছে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube