বর্ষবরণের দিনেই ছুরিকাহত যুবক

নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ষবরণের দিন ঝামেলা থামাতে গিয়ে ছুরিকাহত যুবক। আহত ২৮ বছরের অমিত পাঁজা নামে এক যুবক। উলুবেড়িয়ার রাজাপুর থানার বৃন্দাবনপুর নুরুল্লা পাড়ার ঘটনা। অভিযোগ গতকাল রাতে পিকনিকের পর রাস্তায় তিনচাকা গাড়ি থামিয়ে বক্স তুলছিল অমিতের ভাইপো রহিত পাঁজা। অভিযোগ সেই সময় তাদের রাস্তা থেকে সরে যেতে বলে অসীম রায়,তাপস রায় ও সমীর হালদার নামের দুই প্রতিবেশী। সেই নিয়ে বচসা শুরু হলে স্থানীয় ক্লাবের সদস্যদের মধ্যস্থতায় সাময়িকভাবে ঝামেলা মিটে যায়।

পরে রাতে আবারো রোহিতের বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। অভিযোগ সেই সময় অমিত বাড়ি থেকে বেরিয়ে ঝামেলা মেটাতে গেলে তার পেটে ছুরি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় দুস্কৃতিরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে পিজিতে স্থানান্তরিত করে। প্রতিবাদে অভিযুক্তর বাড়িতে ভাঙচুর চালায় এলাকার লোকজন। ঘটনাস্থলে রাজাপুর থানার পুলিশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube