
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
মাঠে ও মাঠের বাইরে আক্রান্ত ভিনিসিয়াস জুনিয়র। মায়োর্কা ম্যাচে মাঠে প্রতিপক্ষ ফুটবলারদের কড়া ট্যাকেলে বার বার আক্রান্ত হলেন রিয়াল ফুটবলার। আর মাঠের বাইরে আবারও বর্ণ বিদ্বেষের শিকার হলেন ভিনিসিয়াস জুনিয়র। প্রতিবাদ, সমালোচনা, আইনী পদক্ষেপ কিন্তু এতকিছুর পরও পরিস্থিতি বদলালো না। মায়োর্কার মাঠে ব্রাজিলিয়ান তারকাকে লক্ষ্য করে বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য করলেন প্রতিপক্ষ দর্শকরা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ধরা পড়েছে। এবারই প্রথম নয় এর আগে নভেম্বর মাসের শেষ দিকে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে একই ঘটনা ঘটে ভিনিসিয়াসের সঙ্গে। এই ঘটনার পর কঠোর পদক্ষেপ নেয় লা লিগা কর্তৃপক্ষ। কিন্তু পরিস্থিতি এতটুকু বদলালো না। আসলে আইন করে নয় দর্শকদের মানসিকতায় বদল দরকার।Latest posts by news_time (see all)
- দেখা দিলেন বিগ বি - March 27, 2023
- প্রতিবাদী ইসরায়েলের নাগরিকরা - March 27, 2023
- তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর - March 27, 2023