
নিউজটাইম ওয়েবডেস্ক : আজ মরশুমের শীতলতম দিন। বিগত কয়েকদিন ধরেই শীতের কামড়ের টের পাচ্ছে বঙ্গবাসী। উত্তুরে হাওয়া আরও জোরাল করেছে শীতের ধার। কলকাতায় শীত তো পড়েছে, কিন্তু বরফ পড়েছে কী? সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে বেশ কয়েকটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া বরফের চাদরে ঢাকা। কলকাতা কী তাহলে লন্ডন হল?
অনেকেই ছবিগুলি দেখে একটু অবাক হচ্ছেন।ভাবছেন কলকাতায় কী সত্যিই বরফ পড়ল? আবার অনেকেই বুঝে গিয়েছেন এই ছবিগুলি নিছকই মজা। আজকাল ফোটোশপ কিংবা সামান্য স্মার্ট ফোনের কারসাজিতে ‘হয়’ কে ‘নয়’ করা কোনও বিরাট ব্যাপার নয়। ঠিক তেমন ভাবেই হাওড়া ব্রিজ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবিগুলি এডিট করে বরফ দিয়ে ঢেকে এই মজা করা হয়েছে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023