
নিউজটাইম ওয়েবডেস্ক : বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরেই চাইনিস পণ্য বা অ্যাপ বয়কট করার সিদ্ধান্তে নেন অনেকে। কিন্তু মোবাইলের একাধিক অ্য়াপের মধ্য়ে থেকে ঠিক কোনগুলো চাইনা অ্য়াপ তা হয়তো বুঝে উঠতে পারছেননা অনেকেই। এবার সেই সমস্যা মেটাতেই এসে গিয়েছে রিমুভ চায়না অ্যাপস। এই অ্যাপ ফোনে ইনস্টল করলেই তা বাতলে দেবে কোনগুলি চিনা অ্য়াপ। তার ফলে চিনা অ্য়াপ বয়কটের প্রক্রিয়া অনেক বেশি সহজ হয়ে যাবে।
করোনা সংক্রমণ রুখতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। যার নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্বের অর্থনীতিতে। আর বিশ্বের এই সংকটের মুহুর্তে একপ্রকার ফায়দা তুলছে চিন। আর্থিক দিক থেকে এগিয়ে অন্যান্য দেশগুলির তুলনায় এখন নিজেকে শক্তিশালী করতে এক এক করে বিভিন্ন কোম্পানির শেয়ার কিনছে তারা। তার মধ্য়ে আবার লাদাখ সীমান্তে চিনা সেনার আগ্রাসী সমরসজ্জা ভারতের জন্য একপ্রকার অশনি সংকেত বহন করে এনেছিল। ভারত-চিন যুদ্ধ যে একপ্রকার অবসম্ভাবী তাই মানতে শুরু করেছিল ভারত। সেই পরিস্থিতিতে ‘চিনা ষড়যন্ত্রে’র বিরুদ্ধে সরব হন রিয়েল লাইফের ‘ব়্যাঞ্চো’ সোনম ওয়াংচুক। সামাজিক মাধ্যমে ম্যাগসেসাই পুরস্কারজয়ী লাদাখের শিক্ষক চিনা সামগ্রী থেকে শুরু করে অ্যাপ সবকিছুই বয়কটের দাবি জানান। তার এই আহ্বানে সাড়া দিয়েছেন বহু মানুষ। যার ফলে বর্তমানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে রিমুভ চায়না অ্যাপস। ১৭ মে এই অ্যাপটি প্রথম গুগল প্লে-স্টোরে আসে। ইতিমধ্যেই তা ১০ লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছেন। রেটিংও পেয়েছে পয়েছে পাঁচের মধ্য়ে ৪.৮ স্টার। কিন্তু চাইনিজ অ্য়াপ রিমুভ করতে এই অ্য়াপ কীভাবে কাজ করবে। জেনে নেওয়া যাকঃ প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে রিমুভ চায়না অ্যাপ লিখে সার্চ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার পর ব্যবহারকারীকে কোনরকম সাইন আপ করতে হবেনা। অ্যাপটি খুলে শুধুমাত্র স্ক্যান অপশনে ক্রিক করলেই আপনার মোবাইলে কী কী চিনা অ্য়াপ রয়েছে তা সব দেখিয়ে দেবে। অ্য়াপগুলি চিনে গেলে সেগুলির পাশাপাশি রিমুভ চায়না অ্যাপটিও আপনি ডিলিট করে ফেলতে পারেন।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023