
।। স্বর্ণালী মান্না ।।
আফগানিস্তানে বন্যার জেরে ২৩টি অঞ্চল ক্ষতিগ্রস্ত । মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের, আহত হয়েছে ৭৪ জন । প্রাকৃতিক দুর্যোগের আধিকারিকদের তথ্য অনুযায়ী বন্যার কারণে প্রায় ১৮০০ টি বাড়ি ধ্বংস হয়েছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে ২০,০০০ একর চাষের জমি ।
গত সপ্তাহে আফগানিস্তানে বন্যা হয় । বলখ অঞ্চলের জরি জেলার বাসিন্দা মহম্মদ আবাস আখুন্দ জানান, বন্যায় ধ্বংস হয়ে গিয়েছে তাঁর বাড়িটিও ।

সব কিছু হারিয়ে বিধ্বস্ত রাজ মহম্মদও । তিনি জানান, ঘর বাড়ি সব কিছুই খোওয়া গিয়েছে তাঁর । জলের মধ্যে দড়ির সাহায্যে মানুষকে বাঁচানো গেছে । বন্যায় বিধ্বস্ত মানুষ তালিবান ও কিছু সাহায্যকারী সংস্থাকে তাদের সাহাজ্য করার অনুরোধ জানান ।
সুত্র মারফত খবর, ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য করছে কিছু সংস্থা । খাদ্য সামগ্রী, তাবু, কম্বল দিয়ে চেষ্টা করা হছে তাদের কষ্ট কিছুটা লাঘব করার ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023