
নিউজটাইম ওয়েবডেস্ক : ‘এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার’ অর্থাৎ প্রেমে ও যুদ্ধে সব সঠিক। এই উক্তিই অনেক সময় সম্পর্ককে মুখোমুখি দাঁড় করায়। সে জীবনেই হোক বা বিশ্বকাপের মাঠে। কিন্তু যুদ্ধ শেষে কী বন্ধুত্বও শেষ হয়ে যায়! গতকাল ফ্রান্স মরক্কোর সেমিফাইনাল এমনই বন্ধুত্বের সাক্ষ দিল।
দুই বন্ধুর গল্পো। ক্লাব ফুটবলে প্যারিস সেন্ট জার্মেইনে এমবাপের ঘনিষ্ঠ বন্ধু হাকিমি। ফ্রান্স বনাম মরক্কো ম্যাচের পর জার্সি বদল করলেন দুজন। হাকিমির জার্সি পরেই মাঠ ছাড়লেন এমবাপে। মাঠে ৯০ মিনিটের লড়াই থাকলো। সাজঘর আর টানেলে থাকলো বন্ধুত্বের হাত। এটাই ফুটবল। স্পোর্টসম্যান স্পিরিটের ছবি। মাঠের লড়াই মাঠেই শেষ। বাকি সময়টা বেঁচে থাকুক বন্ধুত্বের গল্প।Latest posts by news_time (see all)
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023