
নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতের এয়ার ইন্ডিয়ার চার্টার ফ্লাইট মার্কিন মুলুকে প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণ জারি করল ওয়াশিংটন। দুই দেশের মধ্যে হওয়া উড়ান চুক্তি লঙ্ঘিত হয়েছে ও তা ‘অন্যায্য-বৈষম্যমূলক’ বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
লকডাউনে আমেরিকা সহ বিদেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে ‘বন্দে-ভারত মিশনে’ উড়ান চালিয়েছে এয়ার ইন্ডিয়া। এর জন্য যাত্রীদের টিকিট কাটতে হয়েছে। কিন্তু, ভারতের অসামরিক বিমান আইন মোতাবেক লকডাউনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও সংস্থার উড়ানকে ভারতে প্রবেশের ছাড়পত্র দেওয়া হয়নি। যা মার্কিন উড়ান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বাজারে অসুবিধা সৃষ্টি করছে বলে দাবি ওয়াশিংটনের। আগামী ৩০ দিন এয়ার ইন্ডিয়ার বিমানের উপর নিয়ন্ত্রণ জারি থাকবে বলে জানানো হয়েছে। আমেরিকা মনে করছে, সেদেশে লকডাউনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর নামে বন্দে ভারত মিশনের উড়ান প্রকৃত অর্থে প্রতারণা। ফলে এয়ার ইন্ডিয়ার উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ভারতীয় বিমান সংস্থাকে সেদেশে উড়ান চালানোর অনুমোদনের জন্য মার্কন টেলিকমিউনিকেশ বিভাগে আবেদন করতে হবে। পুরো বিষয়টি নিবিড়ভাবে খুঁটিয়ে দেখতেই এই পদক্ষেপ বলে জানিয়েছে আমেরিকা। ভারতের প্রবেশের ক্ষেত্রে দিল্লি যদি মার্কিন উড়ান সংস্থাগুলির উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তবে এয়ার ইন্ডিয়ার উপর বলবৎ হওয়া নিয়ন্ত্রণও পুনর্বিচার করতে পারে ওয়াশিংটন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022