
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে ‘বন্দে ভারত’এর চাকা গড়িয়েছে। এরই মধ্যে নতুন ট্রেনকে লক্ষ্য করে হামলা।গতকাল বিকেল ৫টা ১০ মিনিটে মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে ‘বন্দে ভারত’ লক্ষ্য করে ইট ছোঁড়া হল।সি-১৩ কামরাটি ক্ষতিগ্রস্থ হয় ইটের আঘাতে। যদিও যাত্রীরা অক্ষত রইলেন। এই ঘটনা তৃণমূলের বদলা, এমনটাই ইঙ্গিত করছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেছেন।তিনি লিখেছেন, “ ভারতের গর্ব বন্দে ভারতে ইট ছোঁড়া কী উদ্বোধনের দিন ‘জয় শ্রী রাম’ স্লোগানের বদলা?” সেই টুইটে শুভেন্দু প্রধানমন্ত্রীর কাছে এই ঘটনাটির তদন্ত ক্ষমতা জাতীয় তদন্তমূলক সংস্থা ‘এনআইএ’ এর হাতে তুলে দেওয়ার আবেদন করেন। প্রসঙ্গত ৩০ ডিসেম্বর ভার্চুয়ালি ‘বন্দে ভারত’এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই মঞ্চে বসার কথা ছিল দুজনের। তবে অনুষ্ঠান শুরু হতেই মুখ্যমন্ত্রীকে দেখে ‘জয় শ্রী রাম’ স্লোগান ওঠে।দেখা যায় শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসেননি মমতা।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023