বন্দে ভারতে হামলা, তদন্তে জিআরপি

নিউজটাইম ওয়েবডেস্ক : পরপর দুবার ঢিল ছোঁড়া হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে। মালদার পর ফের এনজিপির কাছে মঙ্গলবার আক্রান্ত হয় বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করল আরপিএফ। বুধবার এই বিষয় নিয়ে আরপিএফ এবং জিআরপিএফ কর্তাদের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় এসআরপি অফিসে। বৈঠক শীর্ষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিআরপি এর এসপি এস সেলভামুরুগান এই বিষয়ে মন্তব্য করেন।  

তিনি বলেন, ‘এই বিষয় নিয়ে তদন্তের স্বার্থে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জিআরপি বিষয়টি তদন্ত করতে চাইছে। একবার মালদাতে এবং শোনা গিয়েছে গতকাল নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার আগে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর ঢিল ছোড়া হয়। কারা এই ঘটনায় চরিত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন  ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ট্রেনটি কোন স্টেশনে কটার সময় পৌঁছাচ্ছে সেখানে কোন অপ্রীতিকর ঘটনা হচ্ছে কিনা সবটাই নজর রাখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের ধরা হবে বলে তিনি জানান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube