
নিউজটাইম ওয়েবডেস্ক : হাওড়া থেকে বন্দে ভারত উদ্বোধনের আগেই মালদা টাউন স্টেশনে বিজেপির সাজো সাজো রব। মালদা টাউন স্টেশন চত্বর জুড়ে বিজেপির দলীয় পতাকায় মুড়ে ফেলা হয়েছে। শুক্রবার সকালে বন্দে ভারত উদ্বোধনের পরে কয়েক ঘন্টার ব্যবধানে মালদা টাউন স্টেশনে পৌঁছাবে সেই সুপারফাস্ট হাওড়া নিউ জলপাইগুড়ি ট্রেনটি। সেই উপলক্ষেই এদিন মালদা টাউন স্টেশন চত্বরে বিজেপির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।
চলছে স্টেশন নতুন রূপে সাজিয়ে তোলার কাজ। হাওড়া থেকে বন্দে ভারত উদ্বোধনের বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করবেন। তার লাইভ জয়েন্ট স্কিনের মাধ্যমে তার লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। এই সুপারফাস্ট ট্রেন টি চালু হওয়ার পর থেকেই মালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং হাওড়া যাওয়ার সুবিধা অনেকটাই ভালো হয়ে গেল বলে দাবী করেছেন বিজেপির কর্মকর্তা থেকে সাধারন মানুষ।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023