
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের অমানবিকতার শিকার হলেন এক করোনা রোগী। শনিবার বিকেল ৫টা নাগাদ বনগাঁর বাসিন্দা মাধব নারায়ণ দত্তের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে ভর্তি করা হয়। কিন্তু সেখানে রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে কলকাতার কোভিড হাসপাতালে রেফার করেন। বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে ৮০ কিমি দূরে কলকাতার হাসপাতালে নিয়ে যেতে বন্দোবস্ত করা হয় একটি অ্যাম্বুল্যান্সেরও। কিন্তু শেষপর্যন্ত কলকাতার হাসপাতালের চিকিৎসা পাওয়া হলো না ওই ব্যক্তির। কেননা গুরুতর অসুস্থ বছর আটষট্টির ওই ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে তোলার জন্যে কাউকেই পাওয়া গেল না। ওই ব্যক্তির স্ত্রী বারবার সকলকে তাঁর স্বামীকে অ্যাম্বুল্যান্সে ওঠানোর বিষয়ে সাহায্য করার জন্যে কাতর আবেদন জানালেও সাড়া দেননি কেউ, এমনকী পিপিই স্যুট পরে থাকা অ্যাম্বুল্যান্স চালকও কোনও সাহায্য করেননি। ফলে বনগাঁর ওই হাসপাতালের বাইরেই মৃত্যু হয় বয়স্ক ওই দোকানদারের।
জানা গেছে, হাসপাতালের বাইরে প্রায় ৩০ মিনিট পড়ে ছিলেন মাধব নারায়ণ দত্ত, জীবনযুদ্ধও করছিলেন আপ্রাণ, কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই মারা যান তিনি।- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022