
নিউজটাইম ওয়েবডেস্ক : অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হলো রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক তাপস পালকে।তাপস পালের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ আনেন তাঁর স্ত্রী ময়ূরিকা রায় এবং সেই অভিযোগের ভিত্তিতে গত ২৩ ডিসেম্বর ওই অধ্যাপক তাপস পালকে গ্রেফতার করে বালুরঘাট থানার পুলিশ। তারপরই আজ বিশ্ব বিদ্যালয়ের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের রেজিষ্ট্রার ডঃ দুর্লভ সরকার জানান, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত অনির্দিষ্ট কালের জন্য তাপস পালকে সাসপেন্ড করা হয়েছে।এছাড়া বিশ্ব বিদ্যালয়ের প্রবেশের ক্ষেত্রেও তাপস পালের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পৃথকভাবে ঘটনার তদন্ত করতে উপচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়।Latest posts by news_time (see all)
- মেসি-পিএসজি চুক্তি জল্পনা - March 21, 2023
- রাতের কম ঘুম ডেকে আনতে পারে বড় বিপদ - March 21, 2023
- ইডির নজরে আর এক রহস্যময়ী, শ্বেতা চক্রবর্তী - March 21, 2023