
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশবাসী। দেশের প্রশাসনের তরফেও নেোয়া হয়েছে একাধিক পদক্ষেপ। মঙ্গলবার রাত ৮ টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি আগামী ২১ দিনের জন্য সারা দেশ জুড়ে লকডাউনের ঘোযনা করেন। এই পরিস্থিতিতে যাতে দিল্লির সমস্ত মানুষের বাড়িতে বাড়িতে প্রয়োজনাীয় জরুরি সামগ্রী পৌঁছে যায় সেবিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বুধবার দিল্লির উপরাজ্যপালের সাথে একটি প্রেস কনফারেন্স করেন কেজরিওয়াল। সেখানে তিনি দিল্লির সমস্ত নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেন, দয়া করে কেউ বাড়ি থেকে বেরোবেননা। ২১ দিনের লকডাউনের জন্য আপনাদের কোন চিন্তা নেই। প্রয়োজনায় কোন সামগ্রীর দোকানই বন্ধ করা হবেনা। দোকানে দোকানে দয়া করে আপনারা কেউ ভিড় করবেননা। এদিন কোজরিওয়াল আরও বলেন, গতকাল প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য দেশজুড়ে লকডাউন ঘোষনা করার পরেই সকলে দোকানের সামনে ভিড় জমিয়েছিলেন। আমি আবারও সকলকে বলছি, জিনিস বাড়িতে বেশি বেশি করে মজুত রাখার কোন প্রয়োজন নেই, কোন জিনিসের অভাব হবেনা।
Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023