বজ্রপাতে পুড়ে গেল কাঁচাবাড়ি, মৃত্যু গবাদি পশুর

।। প্রসেনজিৎ সাহা ।।

পাথরপ্রতিমাঃ বৃহস্পতিবার গভীর রাতে হওয়া বজ্রপাতে পুড়ে গেল একটি কাঁচাবাড়ি ও পাশের গোয়ালঘর। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তিনটি গরু, বেশ কয়েকটি ছাগল, হাঁস ও মুরগীর। এছাড়া বাড়ির ভেতরে থাকা সর্বস্ব পুড়ে গিয়েছে। শুক্রবার সকালেও ধিকিধিকি করে জ্বলছে আগুন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দক্ষিণ রায়পুরের নয় নম্বর ঘেরি এলাকায় জগবন্ধু হালদারের বাড়িতে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে দক্ষিন ২৪ পরগনা জেলাজুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। সেইসময় বজ্রপাত হয় এও জগবন্ধু হালদারের কাঁচাবাড়ির ওপরে। প্রথমে ধোঁয়ায় পুরো এলাকা ভরে যায়। পরে খড়ের ছাউনি দেওয়া বাড়িটি দাউদাউ করে জ্বলতে থাকে। বাড়ির মধ্যে থাকা বাসিন্দারা বেরিয়ে আসেন তড়িঘড়ি। কিন্তু বাড়ির জিনিসপত্র ও পোষ্যদের বের করতে পারেনি। আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন ঠিকই, কিন্তু পুরো বাড়ি ভস্মীভূত হয়ে গেছে। বাড়ির সাথে সাথে পাশের গোয়ালে থাকা গবাদিপশুদেরও মৃত্যু হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube