
আজ বছরের শেষ দিন। কয়েকঘন্টা পরেই আসছে নতুন বছর । এই বছরের শেষদিনে আর নতুন বছরের প্রথমদিনে সবাই মেতে ওঠেন আনন্দে-উৎসবে । পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে মুখিয়ে আছে সকলেই । আর এই উৎসবের মরশুম যাতে নিরাপদ হয় তাই নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হচ্ছে শহর কলাকাতাকে ।
১লা জানুয়ারি, রবিবার মহানগরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন ২৩০০ পুলিশকর্মী। একইসঙ্গে, শনিবার বিকেল থেকে পার্ক স্ট্রিট এবং শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় নামবে মহিলা পুলিশের উইনার্স বাহিনী।
বর্ষবরণের কথা ভেবে ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি পার্কস্ট্রিটে ১১টি ওয়াচ টাওয়ার ও দু’টি স্পেশাল কুইক রেসপন্স টিম মোতায়েন রাখা হবে বলে জানা গিয়েছে।
ওই এলাকায় টহলদারি করবে ২০টি মোটরসাইকেল প্যাট্রোলিং বাহিনী। পাশাপাশি পার্কস্ট্রিট এলাকায় ১৫টি পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ ও ৭টি অ্যাম্বুল্যান্স থাকবে।
লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, বর্ষ শেষের রাতে পার্ক স্ট্রিট এলাকায় ৬টি সেক্টরের নেতৃত্বে থাকবেন ১১ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। ১ জানুয়ারি ওই এলাকায় ৪টি সেক্টরের নেতৃত্ব দেবেন ৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক।
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023