বছরের শেষ দিনে শহরে দুর্ঘটনা

বছরের শেষ দিনে সাত সকালে শহরের বুকে ঘটে গেল দুর্ঘটনা । বেপরোয়া গাড়ি গাছে ধাক্কা মেরে উল্টে যায় । ময়দানের ক্যাসুরিনা অ্যাভিনিউর ঘটনা ।

সাত সকালে ময়দানে উল্টে গেলো একটি চারচাকা গাড়ি, গাড়িতে সেই সময় দুজন ব্যক্তি ছিলেন । একজন চালক , অপরজন আরোহী ।ময়দানে রাস্তার ধারে গাছে ধাক্কা মেরে গাড়িটি উল্টে যায় । এয়ার ব্যাক থাকার জন্যই দু’জনেই অল্পের জন্য রক্ষা পায় । তবে দু’জনেই সামান্য আহত বলে জানা যাচ্ছে ।

তবে সাতসকালে এমন একটা দুর্ঘটনায় শহরে আতঙ্ক ছড়িয়েছে । সেই মুহূর্তেই ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন পুলিশকর্মীরা । স্থানীয় মানুষ জন দুই ব্যক্তিকে উদ্ধার করে । পরে পুলিশ ওই দুই ব্যক্তিকে নিয়ে যায় হাসপাতাল এ। চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা সেটাই খতিয়ে দেখছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube