
নিউজটাইম ওয়েবডেস্ক : আবারো বাড়ল পারদ। নতুন বছরের শুরুতে পারদ ঊর্ধ্বমুখী।আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীতের আমেজ থাকবে। আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। উত্তর-পশ্চিমে হাওয়া হওয়ারও দাপট থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আজ ও আগামিকাল সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। কলকাতার ক্ষেত্রে পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে শহরে বজায় থাকবে শীত। তাবে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম। আগামী ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং’এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন, আলিপুর আবহওয়া দফতর। এমন কি সিকিমেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজ্যে আর কোথাও বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023