
ওষুধ আনতে যাওয়ার পথে কিশোরের সঙ্গে বচসা থেকে গলায় ছুরির কোপ। আক্রান্ত কিশোর সুজিত রায় বছর ১৭-র । নৈহাটি পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্যাটারসন রোডে ঘটনাটি ঘটেছে।
আহত কিশোর নৈহাটি ষ্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। আক্রান্তের মা আনিতা রায়ের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ ছেলে ওষুধ আনতে যাচ্ছিল। সেই সময় রাস্তার পাশে বসেছিল নেপাল দাস,মনোজ দাস, মহেশ দাস, রূত্তিক দাসরা। তারাই ছেলেকে গালিগালাজ করে। প্রতিবাদ করলে ওরা সবাই মিলে ছেলেকে মারধর করে এবং গলায় ছুরির কোপ দেয়।
ঘটনা নিয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনায় পুলিশ নেপাল দাস, রূত্তিক দাস ও পটলাকে গ্রেফতার করেছে, সম্পূর্ণ ঘটনা তদন্ত চালাচ্ছে নৈহাটি থানার পুলিশ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- মুহূর্ত তৈরি করলেন দুই ‘কিংবদন্তি’ - April 1, 2023
- সভা মঞ্চ থেকে কী বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? - March 29, 2023
- আরও চারমাস তিহাড় জেলেই অনুব্রত - March 29, 2023