
।। শান্তনু করন ।।
রাস্তায় সাইকেল নিয়ে যাওয়ার সময় বচসার জেরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ প্রতিবেশীদের যুবকের বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু, সেই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু তার বৌদির। আমতার রসপুর সমেশ্বরের ঘটনা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত দুই যুবক।
মৃতের পরিবারের দাবি বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ অসিত মাঝি সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় বচসা হয় পাশের পাড়ার দুই যুবক পাপাই পোল্লে ও নয়ন গায়েনের সাথে।
অভিযোগ এই দুজন বেধড়ক মারধর করে অসিত মাজিকে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গ্রামীন হাসপাতাল পরে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে মৃত্যু হয় অসিত মাজির।
অসিত মাঝির মৃত্যুর খবর শুনে গতি রাতে হৃদরোগে আক্রান্ত মৃত্যু হয় তার বৌদি লক্ষী মাঝির।
ঘটনা শোকের ছায়া এলাকায়। অভিযুক্তদের শাস্তির দাবি মৃতের পরিবার।
যদিও ঘটনার পর অভিযুক্ত দুই পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে আমতা থানার পুলিশ।
- এবার সুস্থ থাকুন গরমেও - March 20, 2023
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023