বঙ্গে হাড় কাঁপানো শীত, উত্তরে তুষারপাতের সম্ভাবনা

নিউজটাইম ওয়েবডেস্ক : পুরনো বছরে শীত ছিল খামখেয়ালি। নভেম্বর-ডিসেম্বরে সাধারণত যেমন শীত থাকে, এই বছরে তেমন ছিল না তাপমাত্রা। তাহলে কী শীতকাল হারিয়ে যাবে? চিন্তায় ছিলেন শীত-প্রেমীরা। তবে বছরের শুরুতে শীতের চেনা চেহারা ফিরে এল। মঙ্গলবার সকালেই হাড় কাঁপানো শীতের টের পেল বঙ্গবাসী। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস সূত্রে, কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। তবে সকালের দিকে কুয়াশার চাদরে মুখ ঢাকবে, গোটা বাংলা। আগামী কয়েকদিন প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী চার থেকে পাঁচদিন জেলায় জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে, হাওয়া অফিস। সেই সঙ্গে হালকা শীতের আমেজ বজায় থাকবে। যদিও তাপমাত্রা খুব একটা কমার পূর্বাভাস নেই। পাশাপাশি, জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে  সিকিম এবং উপ-হিমালয় এর পশ্চিম দিকের বেশকিছু জায়গায় বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এর দু-এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং -এর এক বা দুই জায়গায় মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দেখা মিলতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube