
নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বর মাসের শুরু অথচ জোরাল শীতের ছোঁয়া নেই। শীতের আমেজ রয়েছে ঠিকই, কিন্তু এই শীতে মন মজছে না শীতপ্রিয় বঙ্গবাসীর।আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে আবারও আবহাওয়া নিয়ে নয়া পূর্বাভাস দিল মৌসম ভবন।
জানা গিয়েছে, আগামী দুই দিন বঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। তবে একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। যার ফলে বুধবার থেকে আবহাওয়া বদল হতে পারে।গতকাল আন্দামান সাগর সংল্গন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ বঙ্গোপসাগরে সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে। এর প্রভাবে উত্তুরে হাওয়ার গতি কমবে বলে পূর্বাভাস।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023