
নিউজটাইম ওয়েবডেস্ক : ডিসেম্বরের শুরুতে শীতের পথে বাধা হল ঘূর্ণিঝড় মান্দৌস ।বুধবার সকালে বঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে শীতের আমেজ হাকলেও, বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী চার পাঁচ দিন উধাও হবে জোরালো শীত।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ আজই ঘূর্নিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড় ‘মান্দৌস’ তামিলনাড়ুর অন্ধ্র উপকূলে পৌঁছবে। এর প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টির মাত্রা বাড়বে। ১০০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। যদিও বাংলায় সরাসরি এর কোনও প্রভাব পড়বে না। বৃষ্টির আশঙ্কা নেই। তবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে বাংলায়, যার ফলে বাধাপ্রাপ্ত হবে শীত। স্বাভাবিকের থেকে দু তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে। এই ঘূর্ণিঝড় না কাটলে জাঁকিয়ে শীতের দেখা মিলবে না বঙ্গে।Latest posts by news_time (see all)
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023
- কলেজের তিনতলা থেকে পড়ে গুরুতর আহত ছাত্রী - February 8, 2023