
স্বস্তি ফিরছে বঙ্গে । বেশ কিছু দিন ধরে যে তীব্র দাবদাহ চলছিল তাঁর থেকে অব্যাহতি পেল রাজ্যের মানুষ । আবহাওয়া দফতর সুত্রে জানা যায় কলকাতা ও দক্ষিণবঙ্গে শুরু হতে চলেছে প্রবল বৃষ্টি ।একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তাঁরা ।
ইতিমধ্যেই, আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই উত্তর ২৪ পরগনা বারাসতে বিকেল ৫ টার পর থেকে প্রায় আধ ঘন্টার উপরে আকাশ কালো করে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে ।একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে এলাকায় । স্বাভাবিকভাবেই প্রচন্ড গরমের থেকে কিছুটা হলেও স্বস্তি বারাসতবাসীর ।
অন্যদিকে স্বস্তির বৃষ্টি এলো আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলেও । বিকাল হতেই পশ্চিম বর্ধমান জেলার সর্বত্র কালো মেঘ দেখা যায় । তারপরেই শুরু হয় ঝোড়ো হাওয়া । তারপরেই শুরু হয় বৃষ্টি । পাঁচ দিন অত্যন্ত গরমের পর ফের বৃষ্টিতে ভিজলো আসানসোল দুর্গাপুর শহর ও গ্রামীণ এলাকা ।
একই ভাবে, প্রচন্ড গরমের পর আজ স্বস্তির বৃষ্টি নামে বীরভূম জুড়েও । বিক্ষিপ্তভাবে প্রচন্ড শিলাবৃষ্টিও হয়েছে বীরভূমের বিভিন্ন জায়গায় ।
পূর্ব বর্ধমানেও জেলা জুড়ে শুরু হয় ব্যাপক ঝড়-বৃষ্টি । চলতে থাকে কালবৈশাখীর তাণ্ডব । কোথাও ভাঙলো গাছের ডাল, কোথাও ভেঙে পড়ল হোর্ডিং । বর্ধমান স্টেশন চত্বরে জাতীয় পতাকার স্তম্ভ ভেঙে পড়ে ঝড়ের তাণ্ডবে । গুসকরা এলাকায় হঠাৎই কালো অন্ধকার নেমে আসে, বিকেলেই ঘন অন্ধকারে ঢেকে পড়ে চারিদিক । রাস্তার উপর ভেঙে পড়েছে গাছের ডাল, জেলাশাসক দফতরের সামনে গাছের ডাল ভেঙে পড়ে বাইকের উপর ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023