বগটুইয়ের পথে লালনের দেহ, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

নিউজটাইম ওয়েবডেস্ক : সিবিআই হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বগটুই গণহত্যা-কাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শে্খ’এর। তার মৃত্যুকে কেন্দ্র করে কাল থেকেই উত্তাল বগটুই।লালনকে খুন করেছে খোদ সিবিআই এমনই অভিযোগ তুলেছে লালনের স্ত্রী রেশমা বিবি। ইতিমধ্যেই খুনের অভিযোগ, অপরাধমূলক ষড়যন্ত্র, আঘাতের উদ্দেশ্যে মারধর সহ ৯টি এই ধারায় মামলা দায়ের করা হয়েছে। এইএফআইআর দায়ের করা হয়েছে সিবিআই’এর ৭ আধিকারিকের বিরুদ্ধে।এইএফআইআর’এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সিআইডি।  

গতকাল লালন শেখের মৃতদেহ নিতে অস্বীকার করেছিলেন তাঁর স্ত্রী। তাঁদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে অভিযুক্তদের।আজ সিবিআই ক্যাম্পের সামনে লালন শেখের দেহ রেখে বিক্ষোভ দেখায় গ্রামবাসী। পরবর্তীতে রামপুরহাট থানার হস্তক্ষেপে সেই বিক্ষোভ ওঠে।

বর্তমানে বগটুইয়ে বাড়িতে লালন শেখের মৃতদেহ।যদিও এখনও ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা। জাতীয় সড়কে বিক্ষোভ দেখাচ্ছেন বিপুল সংখ্যক গ্রামবাসী। ভাদু শেখের খুনের সাক্ষী, অন্যদিকে বগুটুই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখ। সিবিআই নজরদারিতে কীভাবে মৃত্যু হয়েছে তাঁর, এই নিয়ে উঠছে প্রশ্ন।অন্যদিকে মেঘালয়ে বসেই, সিবিআই এর বিরুদ্ধে ধীক্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে সিবিআই’এর বিরুদ্ধে আনা সকল অভিযোগকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে সিবিআই। দ্রুত শুনানীর আবেদন করা হয়েছে। এই মর্মে আজই আদালত সব পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।লালন শেখের অস্বাভাবিক মৃত্যুতে ক্রমেই বাড়ছে উত্তেজনা।লালন খুনের সুরাহা কোনপথে হবে? সেই দিকেই তাকিয়ে সকলে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube