
নিউজটাইম ওয়েবডেস্ক : বকেয়া মহার্ঘ ভাতা দিতেই হবে রাজ্য সরকারকে। বুধবার কর্মচারী সংগঠনগুলির দায়ের করা মামলায় এই রায় দিল স্যাট। বুধবার স্যাটের বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও প্রশাসনের প্রতিনিধি সুবেশকুমার দাস রায়ে এমনটাই জানিয়েছেন। তবে সরকারকে সাময়িক স্বস্তি দিয়ে স্যাটের রায়ে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে এই মুহূর্তে বকেয়া ডিএ দেওয়া সম্ভব না হলে তা নিয়ে আলোচনা করা যেতে পারে।
২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে কর্মচারীদের বকেয়া ডিএ দিতে নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু রাজ্য সরকার বকেয়া মেটায়নি। এর পর ফের আদালতে মামলা করে কর্মী সংগঠনগুলি। ওদিকে রায় পুনর্বিবেচনার জন্য স্যাটের দ্বারস্থ হয় রাজ্য সরকার। গত ৩ মার্চ সেই আবেদনের শুনানি শেষ হয়। তার পর বুধবার বেরলো রায়। ২০১৮ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রায়ে জানায়, মহার্ঘ ভাতা কর্মচারীদের অধিকার। সরকার দয়া করে মহার্ঘ ভাতা দেয় না। এই রায়ের ফলে আরও চাপে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পরিমান ২১ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022