
বকেয়া পাওনার দাবিতে দাসনগরে পথ অবরোধ করলো ভারত জুটমিলের শ্রমিকরা । প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ থাকার পর দাসনগর থানার পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ ওঠে ।
শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন তাদের পি এফ এর টাকা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ ।এর পাশাপাশি তাদের মার্চ মাসের মাইনেও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ । তার ফলে তারা বহু সমস্যার সম্মুখীন হন ।
তাদের বক্তব্য, সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে এই মিলের ২৬ শতাংশ সরকারের হাতে থাকবে । অথচ সরকারের কোন পদক্ষেপ না দেখতে পেয়ে সমস্ত সংগঠন একত্রিত হয়ে তারা আজ বিক্ষোভে শামিল হন । স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে এই জুটমিলে শ্রমিক সংখ্যা প্রায় সাতশ ।
Latest posts by news_time (see all)
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023